খাগড়াছড়ির গুইমারা উপজেলা ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় আনা হয়েছে

খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলায় ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় আনা হয়েছে। সাধারণ মানুষসহ ব্যবসা প্রতিষ্ঠানের নিখুত নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ, দমন ও অপরাধী শনাক্তের সুবিধার্থে জেলার গুইমারা বাজারসহ পুরো উপজেলাকে ক্লোজ সার্কিট ক্যামেরার(সিসি ক্যামেরা) আওতায় আনা হয়েছে।

গুইমারা উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টসহ বাজারের বিভিন্ন গলিতে বসানো হয় এসব সিসি ক্যামেরা। শনিবার(১০ই জুন) সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ—সভাপতি কংজরী চৌধুরী।

এ সময় গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান মেমং মারমা, ভাইস—চেয়ারম্যান কংজরী মারমা, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রাজিব চন্দ্র কর, উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব শীল অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।