রাষ্ট্রীয় গোপন নথি রাখার অভিযোগ হাস্যকর ও ভিত্তিহীন : ডোনাল্ড ট্রাম্প

রাষ্ট্রীয় গোপন নথি রাখার মামলায় অভিযুক্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার বিরুদ্ধে করা অভিযোগ হাস্যকর এবং ভিত্তিহীন। জর্জিয়ায় রিপাবলিকান পার্টির কনভেনশনে ১০ জুন তিনি এসব কথা বলেন।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) এবং বিচার বিভাগকে দুর্নীতিগ্রস্ত উল্লেখ করে তিনি বলেন, আসন্ন নির্বাচনের কারণেই তার ওপর এই অভিযোগ আনা হয়েছে।

রাষ্ট্রীয় গোপন নথি রাখার অভিযোগ আনার পর মামলা নিয়ে প্রথম প্রকাশ্যে কথা বললেন ডোনাল্ড ট্রাম্প। সেসময় নিজেকে নির্দোষও দাবি করেন ট্রাম্প।

এ নিয়ে দ্বিতীয় কোন মামলায় অভিযুক্ত হলেও এটিই প্রথম ফৌজদারি মামলা সাবেক মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের পরমাণু, প্রতিরক্ষা ব্যবস্থা, অস্ত্রের ক্ষমতা, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দুর্বলতা এবং বিদেশি আক্রমণের প্রতিক্রিয়ায় সম্ভাব্য প্রতিশোধ সংক্রান্ত গোপন নথি ট্রাম্পের কাছে রাখার কথা অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।