কলাপাড়ায় তিনটি মোটরসাইকেলসহ আঃন্তজেলা চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার
পটুয়াখালীর কলাপাড়ায় তিনটি চোরাই মোটরসাইকেলসহ আঃন্তজেলা চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১১ জুন) থেকে অভিযান চালিয়ে বরিশাল, বরগুনা, পিরোজপুর ও আমতলী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে একটি পালসার, একটি ডিসকভার ও একটি প্লাটিনা মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। ধৃতদের মধ্যে রাকিব খন্দকার ও তামিম মুসুল্লির বাড়ি বরগুনা জেলার আমতলী থানায়। এছাড়া রুবেল হাওলাদারের বাড়ি বরিশাল জেলার বানাড়িপাড়ায় এবং সোহেল শেখের বাড়ি পিরোজপুর জেলার স্বরুপকাঠি থানায়। আর মো. হাসান খান কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউপির গামইরতলা গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, ১১ জুন একটি মোটরসাইকেল চুরি যাওয়ার সংবাদ পেয়ে উদ্ধার অভিযান শুরু হয়। একদিন পরে নীলগঞ্জ থেকে একটি মোটরসাইকেলসহ হাসানকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যানূযায়ী অভিযান পরিচালনা করে বিভিন্ন জেলা থেকে দুইটি মোটরসাইকেলসহ আরো চারজনকে গ্রেফতার করে পুলিশ।
কলাপাড়া থানার ওসি মো. জসীম জানান, আটককৃতরা আঃন্তজেলা চোর চক্রের সদস্য। এরা দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চুরি করে নিয়ে বিক্রি করে আসছিল। তাদের মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন