লালমনিরহাটে ঝড়ে লণ্ডভণ্ড ৭শতাধিক বাড়ি
লালমনিরহাটের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে ৭ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এছাড়া গাছপালা, বিদুৎতের ঘুটি ভেঙ্গে যাওয়া বিধুৎতের সংযোগ বিছিন্ন হয়ে গেছে।
হাতীবান্ধায় গত বৃহস্পতিবার ভোরে বয়ে যাওয়া ঝড়ে কয়েকটি গ্রামের শতাধিক বাড়ি, গাছপালাসহ ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের টংভাঙ্গা ২ নং ওয়ার্ডে গিয়ে দেখা যায় রহিম উদ্দিনের পুত্র রশিদুল ইসলামের ৩টি গাছ ভেঙ্গে বসতভিটের ঘর ভেঙ্গে যায়। একই দৃশ্য দেখা যায় একই গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে রশিূদুল ইসলাম, কালু শেখের পুত্র মমিনুর, রফিকুলের পুত্র মাহাতাব, মৃত কান্দুরার পুত্র শফিকুল ইসলাম, আব্বাছ আলীর শফিকুল ইসলামসহ বেশ কিছু ঘর বাড়ি লণ্ডভণ্ড হয়েছে। উপজেলা শতাধিক ঘর বাড়ি ঝড়ে বিধ্বস্ত হয়েছে।
হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজির হোসেন বলেন, বৃহস্পতিবার ভোরে উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে শতাধিক ঘর বাড়ি ভেঙ্গে গেছে। বড়খাতা, টংভাঙ্গা ও সিন্দুর্না ইউনিয়নে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করছেন। বরাদ্দ পেলে পরিবারগুলোকে সহায়তা দেয়া হবে। লালমনিরহাট জেলা প্রশাসক মুহাম্মদ উল্লাহ জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রনয়নের জন্য নির্দেশ দেয়া হয়েছে। তালিকা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন