শিবগঞ্জে অনুষ্ঠিত হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা
বগুড়ার শিবগঞ্জে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন করা হয়েছে।
২০জুন মঙ্গলবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ছোট নারায়ণ পুর গ্রামের ঝর্না রানীর উদ্যোগে গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় ও আশেপাশের চারটি গ্রামের হিন্দু সম্প্রদায়ের মানুষজনের অংশগ্রহণে রথযাত্রা উপলক্ষে মন্দিরে বিশ্ব শান্তি কামনায় যজ্ঞসহ বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার শুরু হয়।
বিকেলে মন্দির থেকে বের হওয়া বর্ণাঢ্য রথযাত্রা ঐ ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে হাজারো নারী পুরুষ অংশ নেয়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রউফ এর দিক নির্দেশনায় উক্ত রথযাত্রা অনুষ্ঠানের শুভ সূচনা করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সন্মানিত সভাপতি বাবু রাম নারায়ণ কানু, সাধারন সম্পাদক সুবীর কুমার দত্ত, প্রভাষক তন্ময় প্রামানিক সহ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন এস আই এস আই বিরঙ্গ মন্ডল, এস আই ব্রজেন মাহাতো, এসআই নাজমুল, এএসআই বিষ্ণু, এএসআই পলাশ রায়সহ পুলিশ সদস্য ও গ্রাম পুলিশ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন