খাগড়াছড়ি মাটিরাঙ্গায় পুলিশের অভিযানে ২৩টি বোতল ভারতীয় মদসহ আটক—১
খাগড়াছড়ি পার্বত্য জেলা মাটিরাঙ্গা উপজেলায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ একজনকে আটক করেছে। জেলার মাটিরাঙ্গায় ২৩টি বোতল ভারতীয় মদসহ মো: দেলোয়ার হোসেন হোনা(৩১) নামে এক মোটর সাইকেল চালককে আটক করেছে মাটিরাঙ্গা পুলিশ।
দেলোয়ার মাটিরাঙ্গা পৌরসভার ৯নং ওয়ার্ড মুসলিমপাড়া আবুল হোসেনের ছেলে।
বুধবার(২১শে জুন) সকাল সাড়ে ১০টার দিকে পলাশপুর ১নং বায়ন্তি নামক এলাকা থেকে তাকে আটক করা হয়।
মাটিরাঙ্গা থানা সূত্রে জানা যায়, বেলছড়ির আমাবাগান থেকে আম ভর্তি বস্তায় করে মাটিরাঙ্গায় খাগড়াছড়ি—চট্টগ্রাম লোকাল বাস কাউন্টারে মোটর সাইকেলযোগে নেওয়ার পথে গোপন সূত্রের ভিত্তিতে এসআই মাসুদ আলম পাটোয়ারি ও এএসআই কামরুল আরেফিন চৌধুরীর যৌথ নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো: জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটকৃত মাদক চোরাকার্বারির বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। যেকোন অপরাধ প্রবণতারোধে মাটিরাঙ্গা থানা পুলিশ সদা তৎপর রয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন