বঙ্গোপসাগরে ট্রলার ডুবি: বার্বুচি নিখোঁজ
নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবে এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। ওই সময় ২০ জেলে জীবিত উদ্ধার হলেও আব্দুর রহমান (৫০) নামে এক জেলে নিখোঁজ রয়েছে।
বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার নিঝুমদ্বীপের দক্ষিণে বঙ্গোপসাগরে এই দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ আব্দুর রহমান উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের বড়দেইল গ্রামের আব্দুল হালিমের ছেলে। সে ট্রলারের বাবুর্চি ছিল।
এসব তথ্য নিশ্চিত করেন বুড়িরচর ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম। তিনি বলেন, গত তিনদিন আগে ২১ মাঝি মাল্লা নিয়ে সাগরে মাছ শিকারে যান তারা। বৃহস্পতিবার সকালের দিকে সাগর উত্তাল হয়ে পড়ায় তীরে ফিরে আসছিলেন। তীরে আসার পথে সকালে প্রচন্ড ঢেউয়ের মধ্যে পড়ে ট্রলারটি উল্টে যায়। এতে ২০ মাঝি মাল্লা সাঁতার কেটে পাশে থাকা একটি ট্রলারে গিয়ে উঠে। কিন্তু কেবিনের মধ্যে থাকা ট্রলারের বাবুর্চি আব্দুর রহমান বের হতে পারে নি। তাকে সহ ট্রলারটি একেবারে ডুবে যায়।
ইউপি চেয়ারম্যান আরও জানান, নিখোঁজ জেলেকে উদ্বারের বিষয়ে কোষ্টগার্ড ও স্থানীয় প্রশাসনকে অবহিত হয়েছে। জীবিত উদ্বার হওয়া জেলেদের চিকিৎসার দেওয়া হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন