লালমনিরহাটের হাতীবান্ধায় নৌকা ডুবি; ১ শ্রমিকের লাশ উদ্ধার
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার শিংগীমারী গ্রামের ধুবনি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সন্নিকটে তিস্তা নদীতে নৌকা ডুবিতে নিখোঁজ হন ৩ শ্রমিক। তাদের মধ্যে এখনও পর্যন্ত ১ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার (৯ জুলাই) সকালে নদীর ওপারে কাজ করতে যাবার সময় এ নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এসময় রংপুর ডুবুরিদলের ৫ ঘন্টা চেষ্টায় স্থানীয় লোকজনের সহযোগিতায় শফিকুলের (৪৫) লাশ উদ্ধার করা হয়েছে। লালমনিরহাট ফায়ার সার্ভিস ইনচার্জ ওয়াদুদ ওই ডুবুরি দলকে নেতৃত্ব দেয়।
নিখোঁজরা হলেন, দক্ষিণ গড্ডিমারী গ্রামের মৃত দমিজ উদ্দিনের ছেলে ফজলুল হক(৫৯), মত জুলাই শেখের ছেলে আহেদুল (৫০) ও দক্ষিণ গড্ডিমারী গ্রামের মৃত খাদু শেখের ছেলে
সফিকুল ইসলাম (৪৫)। ডুবুরিদলের সহযোগিতায় শফিকুলের লাশ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ২০/২২ জন শ্রমিক একটি ডিঙ্গি নৌকায় কাজের উদ্দেশ্যে তিস্তা নদী পাড় হওয়ার চেষ্টা করে। এ সময় মাঝ নদীতে নৌকার ইঞ্জিন বিকল হয়ে প্রবল স্রোতে নৌকাটি ডুবে যায়। সবাই সাঁতার দিয়ে পাড়ে উঠলেও ৩ জন নিখোঁজ হয়।
সিঙ্গিমারী ইউনিয়ন চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হাতীবান্ধা থানার ওসি শাহা আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম রয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন