ক্যালিফোর্নিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে ৬ আরোহীর মৃত্যু
ক্যালিফোর্নিয়ায় শনিবার ভোরে একটি ছোট ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে ছয় আরোহীর মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ এ কথা জানায়।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এএফপিকে জানায়, লস অ্যাঞ্জেলেসের দক্ষিণ-পূর্বে মুরিয়েটা বিমানবন্দরের কাছে স্থানীয় সময় ভোর সোয়া ৪টার দিকে সেসনা সি ৫৫০ বিমানটি বিধ্বস্ত হয়।
স্থানীয় প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, ঘটনাস্থলে প্রেরিত পুলিশ কর্মকর্তারা একটি মাঠের মধ্যে আগুনের কুন্ডলীতে ঢাকা বিমানটি আবিস্কার করেন। বিমানে আরোহণ করা ছয়জনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়।
বিমানটি লাস ভেগাস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। এফএএ জানায়, এটি বিধ্বস্ত হওয়ার ফলে একটি ছোট দাবানলের সৃষ্টি হয়, তবে তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।
স্থানীয় গণমাধ্যম জানায়, শনিবার সকালে তীব্র কুয়াশায় চাদরে এলাকাটি ঢেকে যাওয়ায় বিমানটি হয়তো খুঁজে পায়নি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন