বিএনপির প্রতিষ্ঠাই হলো বঙ্গবন্ধুকে হত্যা করা : শাজাহান খান এমপি
সরকার উৎখাত করার জন্য বিএনপি ও অন্যরা যে সমস্ত কথাবার্তা বলেছেন সেই জন্য সবাইকে সতর্ক ও চোঁখ কান খোলা রাখতে হবে এবং বিএনপি যাতে করে কোন ধরণের নাশকতা সৃষ্টি করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি।
তিনি বুধবার (১২ জুলাই) বুধবার বিকেলে মাদারীপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন প্রদত্ত অস্বচ্ছল ক্রীড়াবিদ/ক্রীড়াসেবীদের এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে একথা বলেন।
এসময় তিনি আরও বলেন, বিএনপি উত্থানই হলো বন্ধবন্ধুকে হত্যার মোটিভ। বিএনপির প্রতিষ্ঠাই হলো বঙ্গবন্ধুকে হত্যা করা। জিয়াউর রহমান ক্ষমতায় থাকার উৎসটাই ছিল সেনাবাহিনা মুক্তিযোদ্ধা সেনাকর্মকর্তা জোয়ান তাদেরকে দেড় হাজারের বেশি যাদেরকে ফাঁসি দিয়ে অনেক লাশ গুম করেছে। বিএনপি দুইবার ক্ষমতায় থাকতে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারছে। ১৩, ১৪, ১৫ সালে ৯২ জন ড্রাইভার হেলপার মারছেন, ১৭ জন পুলিশ ৩ জন বিজিবি ২ জন মুক্তিযোদ্ধা ২ জন ব্যাংক কর্মচারী রিক্সা শ্রমিক হকার, ফল ব্যবসায়ী গার্মেন্টস শ্রমিক অসংখ্য শিশু নারী।
মাদারীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান এর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, এমপি প্রতিনিধি আজিজুর রহমান শিবু খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড ওবায়দুর রহমান খান, চেম্বারের সভাপতি হাফিজুর রহমান খান,জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র, ক্রীড়াবিদ সহ অনরা। অনুষ্ঠানে ২৫ জনকে ২৪ হাজার টাকা করে মোট ৬ লক্ষ টাকা প্রদান করা হয়।
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ক্রীড়াবিদ নান্নু মুন্সী বলেন, আজকে আমাদের ক্রীড়াবিদদের এককালীন যে আর্থিক অনুদান দিয়েছে। এতে আমরা অনেক খুশি। এটা আমাদের গর্ব, এটা আমাদের অহংকার। এই কার্যক্রম যাতে চলমান থাকে সেই প্রত্যাশা করি। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন