ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভায় বাজেট ঘোষণা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভায় ২০২৩-২৪ অর্থবছরে ৫৪ লক্ষ ৭৯ হাজার ৫৬৯ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

চলতি অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ৩ কোটি ৬৫ লক্ষ টাকা রাজস্ব আয় ও ৩ কোটি ৩৪ লক্ষ ৯২ হাজার ৫৪৯ টাকা ব্যয় ধরা হয়েছে। রাজস্ব বাজেটে উদ্বৃত্ব দেখানো হয়েছে ৫৪ লক্ষ ৭৯ হাজার ৫৬৯ টাকা।

সরকার প্রদত্ত উন্নয়ন সহায়তা বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে উন্নয়ন খাতে ৫০ কোটি ৭৭ লক্ষ চার হাজার টাকা ব্যয় দেখানো হয়েছে। এবারে বাজেটে মুলধন তহবিল দেখানো হয়েছে ২ কোটি ৭৬ লক্ষ ১৪ হাজার ৫৮২ টাকা।

সোমবার (১৭ জুলাই) দুপুরে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক পৌর অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে বাজেটের আয়-ব্যয় ও বিভিন্ন উন্নয়নের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

বাজেট ঘোষণা সভায় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য হাফিজ উদ্দীন আহম্মেদ, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইমদাদুল হক, সহ-সভাপতি গোলাম রব্বানি ও সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, পীরগঞ্জ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক একরামুল হক, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল, পৌর কাউন্সিলর এ এই এম কামরুজ্জামান প্রমুখ।

এসময় পৌরসভার কর্মকর্তা কর্মচারীসহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।