গাইবান্ধার গোবিন্দগঞ্জের ইউএনওর মোবাইল নম্বর ক্লোন, প্রকল্প পাইয়ে দেওয়ার নামে অর্থের দাবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ব্যবহৃত সরকারি মোবাইল নম্বর ক্লোন করে

প্রকল্প পাইয়ে দেওয়ার নামে অর্থ দাবির অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে সন্ধ্যার দিকে ‘উপজেলা প্রশাসন গোবিন্দগঞ্জ’ নামের অফিসিয়াল ফেসবুক আইডিতে সবাইকে সচেতন করতে একটি পোস্ট দেন তিনি।

পোস্টে তিনি জানান,উপজেলা নির্বাহী অফিসার গোবিন্দগঞ্জ এর সরকারি দাপ্তরিক মোবাইল নম্বর ০১৭৬২- ৬৯৫০৭২ ক্লোন করে বিভিন্ন প্রকল্প বা সুবিধা প্রদানের কথা বলে অর্থ দাবী করা হচ্ছে। এ বিষয়ে কোন প্রকার তথ্য প্রদান করা বা আর্থিক লেনদেন না করার জন্য সকলকে সতর্ক করা হলো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ হোসেন বলেন, প্রকল্প পাইয়ে দেওয়ার কথা বলে টাকা দাবি করেন দুর্বৃত্তরা। পরে আমি তাৎক্ষণিকভাবে বিষয়টি ফেসবুকে দেই সবাইকে সতর্ক করতে। কোন ব্যক্তিকে ফোন দেয়া হয়েছে এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করেও ফোন রিসিভ করেননি।