সাতক্ষীরায় ১ কেজি স্বর্ণের বারসহ চোরাকারবারি গ্রেপ্তার
ভারতে পাচারকালে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ১ কেজি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৭ জুলাই) দিনগত রাত ৯টায় ভোমরা বন্দরের ফলমোড় নামক স্থানে বিজিবি এই অভিযান চালিয়ে স্বর্ণের চালান আটক করে।
আটক চোরাকারবারি রবিউল ইসলাম (৫৫) দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের মৃত রইচ উদ্দিন মন্ডলের ছেলে।
বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুর দেড়টায় বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি অধিনায়ক জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৯টায় ভোমরা বন্দরের ফলমোড় নামক স্থানে অভিযান চালায় বিজিবি সদস্যরা। এসময় একটি মোটর চালিত ভ্যানকে চ্যালেঞ্জ করে চালক রবিউল ইসলামের দেহতল্লাশি চালান তারা। এসময় চালকের শরীরে কৌশলে লুকিয়ে রাখা মোট ১ কেজি ১৩৭ গ্রাম ৬৫০ মিলিগ্রাম (১১৩৭.৬৫০ গ্রাম) ওজনের ৬টি স্বর্ণের বার জব্দ করা হয়।’
বিজিবি অধিনায়ক আরো জানান, ‘জব্দকৃত স্বর্ণের বারের বর্তমান বাজারমূল্য ৯৬ লাখ ১ হাজার ৭৬৬ টাকা। জব্দকৃত স্বর্ণের বার ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে। এছাড়া আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য সদর থানায় সোপর্দ করা হয়েছে।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন