সিরাজগঞ্জের বেলকুচিতে ভূমিহীন ও গৃহহীনদের ঘর প্রদানে সংবাদ সম্মেলন
সিরাজগঞ্জের বেলকুচিতে ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ৪র্থ পর্যায়ের ২য় ধাপে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং করা হয়েছে।
৭ আগস্ট সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া সুলতানা কেয়া সংবাদ সম্মেলনে জানান, আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সরাসরি তত্ত্বাবধানে নির্মিত ৪র্থ পর্যায়ের ২য় ধাপে আগামী ৯ আগস্ট সারা দেশের ন্যায় বেলকুচি উপজেলায় মোট ২২টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতক করে জমির দলিল ও নামজারি খতিয়ানসহ নতুন ঘর হস্তান্তর করা হবে।
উক্ত সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবানী সরকার, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমূখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন