ফুলছড়িতে গৃহহীনদের ঘর হস্তান্তর উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসনে সরকারের গৃহীত পদক্ষেপ বাস্তবায়নের লক্ষ্যে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের জমিসহ পাকাঘর হস্তান্তর উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে এক প্রেসবিফ্রিং করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিসুর রহমান।

৮ আগস্ট মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রেসব্রিফিংয়ে ইউএনও আনিসুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় এ উপজেলায় একজন ভূমিহীন ও গৃহহীন পরিবারও থাকবে না। অসহায় ভ‚মিহীন ও গৃহহীন মানুষদের সহায়তার মাধ্যমে স্বাবলম্বী করার প্রয়াস চালানো হচ্ছে। তারা স্বাবলম্বী হলেই দেশ কাঙ্খিত লক্ষ্যে পৌঁছবে।

প্রেসবিফ্রিংকালে বলা হয়, এ প্রকল্পের আওতায় ফুলছড়ি উপজেলা টাস্কফোর্স কমিটির মাধ্যমে প্রথম পর্যায়ে ৭৫ টি, দ্বিতীয় পর্যায়ে ৩৬০ টি, তৃতীয় পর্যায়ে ৩৩০ টি, ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আধাপাকা ঘর হস্তান্তর করা হয়েছে। চতুর্থ পর্যায়ে ২৭৩টি ঘর নির্মাণের কাজ চলছে। ৯ আগস্ট বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে দেশব্যাপি ভূমিহীন ও গৃহহীন অসহায় মানুষের মাঝে গৃহ ও জমি হস্তান্তরের অংশ হিসেবে ফুলছড়ি উপজেলায় ১৪৩টি পরিবারকে ঘর প্রদানের আনুষ্ঠানিক শুভ-উদ্বোধন করবেন। এদিন উপকারভোগী পরিবারের নিকট জমির দলিল ও খতিয়ান প্রদান করা হবে।

প্রেসব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, ফুলছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুজ্জামান শামীম, উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম প্রমুখ।