বশেফমুবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
২০২৩-২৪ অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) আওতায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) কর্মকর্তাদের অংশগ্রহণে ‘অফিস ব্যবস্থাপনা বিষয়ক’ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৯ আগস্ট) মাননীয় উপাচার্যের সভাকক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়৷ এতে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. কামরুল আলম খান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের (বিআইএম) ঊর্ধ্বতন ব্যবস্থাপনা উপদেষ্টা ও বিভাগীয় প্রধান ( হিসাব ও অর্থ ব্যবস্থাপনা বিভাগ) এম. আমিনূর।
অনুষ্ঠানে এপিএ ফোকাল পয়েন্ট সহকারী রেজিস্ট্রার মো. আনিসুজ্জামানের সভাপতিত্বে রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে বিভাগীয় চেয়ারম্যান, হলে প্রভোস্ট (ভারপ্রাপ্ত) ছাড়াও বিভিন্ন বিভাগে কর্মরত কর্মকর্তাবৃন্দ অংশ নেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন