নওগাঁর বদলগাছীতে পৃথক অভিযানে লক্ষাধিক টাকার নিষিদ্ধ চায়না জাল ধ্বংস

নওগাঁর বদলগাছী উপজেলায় বুধবার (১৬ আগষ্ট) বিকাল থেকে রাত ৮টা পর্যন্ত নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে ছোট যমুনা নদী (গৌড়ান দহ) ও হাটখোলা বাজারে অভিযান চালানো হয়।

এসময় ওমর ফারুক সুতা ঘর কে পাঁচ হাজার টাকা জরিমানা এবং প্রায় লক্ষাধিক টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল, মডেল পাইলট হাইস্কুল মাঠে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা মৎস্য অফিসার।

উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম জানান, ১৯৫০ সালের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে ছোট যমুনা নদী থেকে প্রায় লক্ষাধিক টাকা মূল্যের কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়। অভিযান অব্যাহত থাকেবে।