নেত্রকোণার মদনে হিজড়া সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে, হিজরা সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে করণীয় নির্ধারণ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।

বুধবার (২৩ আগস্ট) সকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া’র সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কদ্দুস, জেলা পরিষদ সদস্য ফরিদা ইয়াছিন, মদন প্রেসক্লাব সভাপতি আল-মাহবোব আলম (আল আমিন), কৃষি অফিসার মোঃ হাবিবুর রহমান, অফিসার ইনচার্জ মোঃ তাওহীদুর রহমান, থানা উপ-পরিদর্শক আজিজুর রহমান, যুব উন্নয়ন অফিসার আব্দুল আহাদ ও মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল বারী।

সেমিনারে হিজড়া সম্প্রদায়ের সংগঠন “স্বপ্নের ছোঁয়া সমাজ কল্যান সংস্থা” এর সভাপতি জয়িতা অনন্যা (চুন্নু) বলেন, আমাদের সংগঠনের সদস্যরা করো কাছে হাত পাতে না বা চাঁদা আদায় করে না। কিছু কিছু হিজরা আছে, যারা মানুষকে বিরক্ত করে আমরা তাদের দলভূক্ত নই। এ সময় গণমাধ্যম কর্মী ও উপজেলার সর্বস্তরের হিজরা’রা উপস্থিত ছিলেন।