ঠাকুরগাঁওয়ে ৪ ফার্মেসীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা
ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে ৪ ফার্মেসীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যায় পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহরিয়ার নজির পৌর শহরে অভিযান চালিয়ে ৪ টি ঔষধ ফার্মেসীতে ৩১ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় ঠাকুরগাঁও ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক রহমতউল্লাহ ও পীরগঞ্জ থানা পুলিশ ভ্রাম্যমান আদালতকে সার্বিক সহযোগীতা করেন।
জরিমানাকৃত ফার্মেসী গুলো হলো ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের পাইওনিয়া কে ৩০০০ ও কেয়া ফার্মেসীকে ৫০০০ টাকা , ড্রাগ লাইসেন্স না থাকায় মাতৃ সেবা ফার্মেসীকে ৩০০০ টাকা, পূর্ব চৌরাস্তার শাহাদাৎ ফার্মেসীকে বিদেশী ঔষধ ও ফুড সাপ্লিম ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির কারনে ২০০০০ টাকা করে মোট ৩১ হাজার টাকা জরিমানা করে। এবং সাথে সাথে উক্ত ঔষধ গুলো ধংস করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন