ঠাকুরগাঁওয়ে চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার, চক্রের মূলহোতা গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। চুরি হওয়া ১টি মটরসাইকেল উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ঠাকুরগাঁও সদর থানায় প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃত হলেন মোঃ সফিকুল ইসলাম (৩৫)।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার বলেন, বুধবার সদর উপজেলার সালন্দর ইউনিয়নের সোনার বাংলা রিসোর্টের সামনে থেকে একটি পালসার মটরসাইকেল চুরি হয়।

বিষয়টি জানার পর পুলিশ সুপার উত্তর প্রসাদ পাঠকের নির্দেশক্রমে কিলো-১ অফিসার সদর থানার এসআই আরিফকে ব্যবস্থা গ্রহনের জন্য বলা হয়। পুলিশের একটি টিম তাৎক্ষনিক অভিযান চালিয়ে সদর উপজেলার কালিতলা ব্রীজ সংলগ্ন রাস্তার নিচে হইতে চুরিকৃত মোটরসাইকেলটি উদ্ধার করে। এ সময় চুরির কাজে জড়িত পাশ্ববর্তী দিনাজপুর জেলার খানসামা থানার আঙ্গারপাড়া গ্রামের মোন্তাজ আলীর ছেলে সফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। প্রেস ব্রিফিংকালে সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ কবিরসহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ কবির বলেন, গ্রেপ্তারকৃত সফিকুল ইসলাম মটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে এ ঘটনায় মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়।