নারী কর কর্মকর্তাকে অপহরণ মামলায় গাড়িচালক একদিনের রিমান্ডে
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) যুগ্ম কমিশনার মাসুমা খাতুনকে অপহরণের পর নির্যাতনের মামলায় তার সাবেক ড্রাইভার মাসুদ ও তার সহযোগী আব্দুল জলিলের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অপর আসামি হাফিজ ওরফে শাহিনকে তদন্ত কর্মকর্তার আবেদন অনুযায়ী কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. সহিদুল ওসমান আসামি মাসুদ ও জলিলকে সাত দিনের রিমান্ড এবং হাফিজকে কারাগারে আটক রাখার আবেদন করেন।
এর আগে গত ২৪ আগস্ট রাতে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা, র্যাব-১ ও ৩’র গাজীপুরের শ্রীপুর ও রাজধানীর সবুজবাগ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় এই ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো. মাসুম ওরফে মাসুদ, মো. আব্দুল জলিল ওরফে পরু, মো. হাফিজ ওরফে শাহিনকে গ্রেপ্তার করে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন