সিরাজগঞ্জের এনায়েতপুরে ১১ দিন ধরে স্কুল ছাত্র নিখোঁজ
সিরাজগঞ্জের এনায়েতপুর থানার চেংটার চর এলাকা থেকে এক স্কুল ছাত্র ১১ দিন ধরে নিখোঁজ। তার নাম মোরসালিন (১২)। সে সরাতৈল চেংটারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর ছাত্র। রবিবার সকাল পর্যন্ত তার কোন সন্ধান মেলেনি। এনায়েতপুর থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে।
পরিবার সূত্রে জানাযায়, ২৪ আগষ্ট সকালে এনায়েতপুর থানার জালালপুর ইউনিয়নের চেংটারচর বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি মোরসালিন। বের হওয়ার সময় বাড়ির কাউকে কিছু বলে যায়নি। সম্ভাব্য সকল যায়গা ও আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও তার সন্ধান মেলেনি। এদিকে নিখোঁজের তিন দিন পর তার বাবা রুবেল হোসেন কর্মের সন্ধানে মালয়েশিয়া পারি জমান। একমাত্র ছেলেকে হারিয়ে পাগলপ্রায় মা সাবিনা খাতুন।
নিখোঁজ স্কুলের ছাত্রের দাদা সোনা উল্ল্যাহ জানান, ১১ দিন আগে (২৪ আগষ্ট) সকাল ৮টার দিকে বাড়ি থেকে বের হয় মোরসালিন। এরপর আর বাড়িতে ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পাওয়ায় ৩১ আগষ্ট এনায়েতপুর থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে। কোন সহৃদয়বান তার সন্ধান পেলে যোগাযোগ করার অনুরোধ করছি। এক মাত্র ছেলেকে হারিয়ে মা ও প্রবাসি বাবা পাগলের মত হয়ে গেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন