নেত্রকোনার দুর্গাপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত
নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে। শুক্রবার নানা আয়োজনে এ দিবস পালিত হয়।
এ উপলক্ষে এক র্যালি শেষে ‘পরিবর্তনশীল ও শান্তিপুর্ন সমাজ গঠনে স্বাক্ষরতার প্রসার’’ এই প্রতিপাদ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন এর সঞ্চালনায়, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব উল আহসান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ উত্তম চন্দ্র দেব, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ফকির, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান খান, প্রধান শিক্ষক আব্দুস ছালাম, মোছা. শামছুন্নাহার বেগম প্রমুখ।
বক্তারা বলেন, মান সম্মত শিক্ষা-শেখ হাসিনার দীক্ষা, এই শ্লোগানে আমাদের দেশ নিরক্ষরতার হাত থেকে অনেকাংশে এগিয়ে চলেছে। দেশের বর্তমান প্রেক্ষাপটে স্কুল কলেজের শিক্ষকগন ঘরে বসেই অনলাইনের মাধ্যমে শিক্ষা প্রদান করে যাচ্ছেন। সাধারণ মানুষ শিক্ষা বিস্তারের প্রয়োজনীয়তা বুঝতে পেরেছে। শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে উপস্থিত শিক্ষকদের আহবান জানানো হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন