সাতক্ষীরায় ভারতে পাচারের চেষ্টাকালে ১৪টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।
শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেড়াগাছী এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মোঃ জাহাঙ্গীর হোসেন সীমান্তবর্তী কেড়াগাছী গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক জানান, ভারতে স্বর্ণ পাচারের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর এস কে এম কফিল উদ্দিনের নেতৃত্বে তলুইগাছা বিওপি’র একটি দল সীমান্তের কেড়াগাছী এলাকায় অবস্থায় নেয়। এ সময় আভিযানিক দলটি একটি ব্যাটারি চালিত ভ্যানযোগে যাওয়ার সময় মোঃ জাহাঙ্গীর হোসেনকে আটক করে। পরবর্তীতে আটক ভ্যানের ব্যাটারি বক্স তল্লাশী করে ১৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ১ কেজি ৬৩২ গ্রাম ৯৬০ মিলি এবং মূল্য প্রায় এক কোটি একচল্লিশ লক্ষ চুয়াত্তর হাজার তিরানব্বই টাকা।
তিনি আরও জানান, আটক স্বর্ণ চোরাকারবারীকে কলারোয়া থানায় সোপর্দ ও স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়ার হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন