ভূরুঙ্গামারীতে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে উন্নয়ন মেলার উদ্বোধন
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে তিন দিন ব্যাপি আয়োজিত এ মেলার শুভ উদ্বোধন করেন ২৫ কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য আসলাম হোসেন সওদাগর। এ উপলক্ষে র্যালি ও অলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে আলোচানা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, ওসি রুহুল আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল, নাগেশ্বরী উপজেলা ভাইস চেয়ারম্যান রোকনুজ্জামান শিমু, ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মহি উদ্দিন আহমেদ ও প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদস্য আসলাম হোসেন সওদাগর বলেন, আমাদের গ্রাম বাংলার উন্নয়নে স্থানীয় সরকার বিশেষ করে ইউনিয়ন পরিষদ ব্যাপক ভূমিকা রাখছে। এই উন্নয়নের ধারা এবং মাননীয় প্রধান মন্ত্রীর গৃহিত মেগা প্রকল্পের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনা সরকারকে পুনরায় নির্বাচিত করার আহ্বান জানান।
উল্লেখ্য,জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলায় স্থানীয় সরকার বিভাগ ও ইউনিয়ন পরিষদ থেকে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উপর ১২টি স্টল প্রদর্শনীতে অংশগ্রহন করে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন