মদনে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

নেত্রকোণা মদন উপজেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ,
জনপ্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, এনজিও প্রতিনিধি, ব্যবসায়ীবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মতবিনিময় সভা আয়োজন করেন উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ পাবলিক হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক, মোঃ শাহেদ পারভেজ।

মতবিনিময় সভা পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি)মোঃ শাহনূর রহমান।
মতবিনিময় সভার পূর্বে জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল জেলা প্রশাসক মহোদয় পুস্পস্তবক অর্পণ করেন।

পরে মতবিনিময় সভা অংশ গ্রহন করে জেলা প্রশাসক বলেন,স্মার্ট বাংলাদেশ গড়তে সকলকে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন, তিনি কর্মকর্তাদের উদ্দেশ্য বলেন,বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য দিক-নির্দেশনা প্রদান করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃহাবিবুর রহমান, আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুস, মেয়র, মোঃ সাইফুল ইসলাম সাইফ।
এ সময় বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুস, মেয়র মোঃসাইফুল ইসলাম সাইফ, ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসাইন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল হান্নান তালুকদার শামীম, বীর মুক্তিযোদ্ধা মোঃ হেলাল উদ্দিন তালুকদার, সাবেক জেলা পরিষদ সদস্য আয়শা বেগম,আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু বিমান কুমার বৈশ্য, কাইটাইল ইউপি চেয়ারম্যান মোঃ সাফায়ত উল্লাহ রয়েল। বীর মুক্তিযোদ্ধা মোঃ মজিবর রহমান,কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান,মদন থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ তাওহীদুর রহমান।

এ ছাড়া ও উপস্থিত ছিলেন সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন,প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাধ্যমিক পর্যায়ের প্রধান শিক্ষকসহ বিভিন্ন দপ্তরে কর্মকর্তা এবং গণমাধ্যম কর্মীগণ।