গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস পালন
‘পর্যটনে পরিবেশবান্ধব বিনিয়োগ’ শ্লোগানে গাইাবন্ধায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীর উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
পরে গাইবান্ধা কালেক্টরেট সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) সুশান্ত কুমার মাহাতো। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল আউয়ালের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন, অধ্যক্ষ মাজহার-উল মান্নান, সহকারি কমিশনার রেজাউল করিম প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন