সাতক্ষীরায় দিনে-দুপুরে বেড়েছে বাইসাইকেল চোরের উপদ্রব
সাতক্ষীরা জেলার সদর উপজেলায় সক্রিয় হয়ে উঠেছে বাইসাইকেল চোর সিন্ডিকেট৷ উপজেলার বিভিন্ন এলাকায় গত এক মাসে চুরি হয়েছে অন্তত ১৫-২০ টির বেশি বাইসাইকেল।
জানা গেছে, সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ছয়ঘরিয়া থেকে আখড়াখোলা রোড এলাকা থেকে প্রায় ৫-৬টির মতো বাইসাইকেল চুরি হয়েছে খুবই কম দিনের মধ্যে৷
ভুক্তভোগী মিরান হোসেন (৪৫) জানান, ‘আমি রাস্তার পাশে সাইকেলে তালা দিয়ে ধান দেখতে যায়। ফিরে এসে দেখি আমার সাইকেল নাই৷ আশপাশে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে কোন হদিস মেলেনি।’
যাদের বাইসাইকেল চুরি হয়েছে এমন আরো ভুক্তভোগীরা হলেন- মোঃ জিল্লুর রহমান (৫০), স্কুল ছাত্র মোঃ মনিরুল ইসলাম (২০), স্কুল ছাত্র মোঃ ইমরান হোসেন (১৪), রাজমিস্ত্রি মোঃ আজগার আলী (৩২) প্রমুখ৷
ভুক্তভোগীরা বলছেন, বাইসাইকেল চুরির সিন্ডিকেটের বেশির ভাগই মাদকাসক্ত।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন