হামাসের রকেট হামলা : ইসরায়েল ‘যুদ্ধের কবলে’ পড়েছে মন্তব্য নেতানিয়াহু’র

গাজা উপত্যকা থেকে শনিবার (৭ অক্টোবর) ভোরে ইসরায়েলের দিকে একের পর এক রকেট ছোড়া হয়েছে৷ ইসরায়েলের অ্যাম্বুলেন্স সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, রকেট হামলায় অন্তত ৪০জন নিহত হয়েছেন৷ হামলার জন্য জঙ্গিগোষ্ঠী হামাসকে দায়ী করেছে ইসরায়েলি সেনাবাহিনী৷ গাজা উপত্যকার আশেপাশের বাসিন্দাদের তাদের নিজ বাড়িতে থাকার জন্য অনুরোধ করা হয়েছে৷

তেল আবিবের সামরিক সদর দপ্তর থেকে একটি ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, ‘‘আমরা যুদ্ধের কবলে পড়েছি৷’’ ইসরায়েলবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন, ‘‘এবং আমরা জিতবই৷’’

দেশটির সংবাদপত্র টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গাজা থেকে প্রথম রকেট ছোড়ার প্রায় পাঁচ ঘণ্টা পর কথা বলেছেন প্রেসিডেন্ট নেতানিয়াহু৷ ভিডিও বার্তায় ইসরায়েলের প্রেসিডেন্ট আরো বলেন, ‘‘শত্রুদের এমন মূল্য দিতে হবে, যা সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই৷”

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, গাজা থেকে হামাস প্যারাগ্লাইডার ব্যবহার করে স্থল, আকাশ ও সমুদ্রপথে ইসরায়েলে ‘অনুপ্রবেশ’ করেছে৷ সেনাবাহিনীর মুখপাত্র রিচার্ড হেচট সাংবাদিকদের বলেন, ‘‘এটি একটি সম্মিলিত অভিযান ছিল৷ প্যারাগ্লাইডার, সমুদ্র এবং স্থলপথে এ আক্রমণ করা হয়েছে৷’’

তিনি আরো বলেন, ‘‘এই মুহূর্তে আমরা যুদ্ধ করছি৷ আমরা গাজা উপত্যকার আশেপাশের কিছু জায়গায় যুদ্ধ করছি৷ আমাদের সেনারা এখন ভূমিতে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন৷’’

এদিকে, হামলার জবাব দিতে হাজারো ইসরায়েলি সেনাকে প্রস্তুত করা হচ্ছে৷ ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) জানিয়েছে, তারা ‘অপারেশন সোর্ডস অফ আয়রন’ নামে ‘ইসরায়েলি নাগরিকদের রক্ষায় বড়সড় অভিযান’ শুরু করেছে৷

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী হামাস ‘‘ইসরায়েল বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে৷

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-প্ল্যাটফর্মে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, ‘‘আইডিএফ সেনারা প্রতিটি স্থানে শত্রুর সঙ্গে যুদ্ধ করছে৷ আমি ইসরায়েলের সব নাগরিককে নিরাপত্তা নির্দেশাবলী অনুসরণের আহ্বান জানাচ্ছি৷”ইসরায়েল এই যুদ্ধে জয়ী হবে বলেও আশাবাদী তিনি৷

অন্যদিকে, রকেট হামলার কথা স্বীকার করেছে হামাস৷ সংগঠনটির সিনিয়র কমান্ডার মোহাম্মদ দেইফ বলেছেন, পাঁচ হাজার রকেট নিক্ষেপ করা হয়েছে৷

সংবাদ মাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস ডেইফকে উদ্ধৃত করে জানিয়েছে, ‘‘আমরা সিদ্ধান্ত নিয়ে তাদের (ইসরায়েল) বলতে চাই, যথেষ্ট হয়েছে৷” সশস্ত্র গোষ্ঠী হামাস বলেছে, ইসরায়েলের বিরুদ্ধে নতুন অভিযানের অংশ হিসেবে রকেটগুলো ছুড়েছে তারা৷

শনিবার ইসরায়েলি ভূখণ্ডে হামলার প্রতিক্রিয়ায় দেশটির আত্মরক্ষার অধিকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে জার্মানি৷ হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে ফ্রান্স ও চেক প্রজাতন্ত্র৷

সামাজিক যোগাযোগমাধ্যমে জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক লিখেছেন, ‘‘আমি ইসরায়েলের বিরুদ্ধে গাজা থেকে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই৷ নিরীহ মানুষের বিরুদ্ধে সহিংসতা এবং রকেট এখনই বন্ধ করতে হবে৷ আমরা ইসরায়েলের সঙ্গে পূর্ণ সংহতি এবং আন্তর্জাতিক আইনের অধীনে সন্ত্রাসের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকারে দাঁড়িয়েছি৷’’ টিএম/আরআর (এএফপি, এপি, রয়টার্স)