নেত্রকোণার মদনে কুলিয়াটি গ্রামের হতদরিদ্র আবুলের বসত ঘর ঝড়ে লন্ডভন্ড
নেত্রকোণা মদন উপজেলার মদন ইউনিয়নের কুলিয়াটি (নাছিরপুর) গ্রামে গত শুক্রবার (৬ অক্টোবর) সকালে হঠাৎ করে ঝড়ে হতদরিদ্র আবুল মিয়ার বসত ঘরের চালা উড়িয়ে নিয়ে যায়।
রোববার (৮ অক্টোবর) সরজমিন গেলে দেখা যায়, কুলিয়াটি (নাছিরপুর) গ্রামের মৃত মহিমুদ্দিনের ছেলে আবুল মিয়া অসহায় ও হতদরিদ্র মানুষ। তার বসত ঘরে থাকা ধান-চাল ও অন্যান্য আসবাবপত্রসহ প্রায় ৫০-৬০ হাজার টাকা মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় তার পরিবার। ঝড়ে তার বসত ঘরের টিনের চালা ৪-৫ শত গজ দূরে অন্য এক বাড়ির গাছের ঢালে উপর ঝুলে রয়েছে।
অসহায় আবুল মিয়া জানান, আমি খুবই গরীব মানুষ। গত শুক্রবার সকালে হঠাৎ ঝড় এসে আমার বসত ঘরের চালা উড়িয়ে নিয়ে যায়। এতে আমার ঘরে থাকা ধান, চাল ও আসবাবপত্র সহ প্রায় ৫০-৬০ হাজার টাকার মালামাল ক্ষতি হয়েছে।
ইউপি চেয়ারম্যান মোঃ খায়রুল ইসলাম আকন্দ জানান, গত কয়েক দিনের টানা বৃষ্টির ফাঁকে শুক্রবার (৬ অক্টোবর) সকালে আবুল মিয়া বসত ঘর ঝড়ে উড়িয়ে নিয়ে গেছে। অসহায় ক্ষতিগ্রস্থ আবুল মিয়াকে সরকারি ভাবে সহযোগিতা করার জন্য আমি জোর সুপারিশ করছি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন