নেত্রকোণার মদনে সোনাখালী কান্দা বিল থেকে ১টি পাওযার ট্রিলার ও ২টি সেলু মেশিন চুরি

নেত্রকোণা মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের কান্দা বিলের পশ্চিমে সোনাখালী গ্রামের পাশে থাকা, রোকন মিয়ার ১টি পাওয়ার ট্রিলার, ফেরদৌস মিয়ার ১টি সেলু মেশিন ও জুলহাস মিয়ার ১টি সেলু মেশিন সহ মোট ৩ টি মেশিন ও যন্ত্রাংশ চুরি হওয়ায়, ১৭ জনকে আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন জুলহাস মিয়া।

রোববার (৮ অক্টোবর) সরজমিনে গেলে, সোনাখালী পূর্বপাড়ার ফেরদৌস মিয়া বলেন, হাওরে থাকা আমার সেলু মেশিনের কাছে গত মঙ্গলবার দিবাগত রাতে কিছু মানুষের হালকা আওয়াজ শুনতে পায় জুলহাস মিয়া। তড়িৎগতিতে জুলহাস মিয়া, রোকন মিয়া ও আমি মেশিনগুলোর কাছাকাছি গেলে টর্চ লাইটের আলোতে দেখতে পাই যে, মতিউর ও মেকানিক ভিক্ষুসহ বেশ কয়েকজন আমাদের মেশিন ও অন্যান্য যন্ত্রপাতি খুলে নিয়ে যাচ্ছে। তারা লোকজন বেশি হওয়ায় ভয়ে তাদের কাছ থেকে আমার দূরে চলে আসি।

সোনাখালী পশ্চিমপাড়ার মতিউর রহমান (বিবাদী) বলেন, আমি কেমন বা আমার বাবা কেমন তা আশে পাশের গ্রামের মানুষ জানে। ১৯৮৮ সালে বিএ পাস করেছি। আমি চোর হইলে, মানুষ আমাকে স্কুল কমিটি,মসজিদ কমিটি ও বাজার কমিটিতে রাখত না। সবাই জানে আমরা যে নিরীহ ও ভদ্র মানুষ। প্রশাসন সঠিক তদন্ত করে দেখুক ঘটনা সত্য না মিথ্যা? যদি মিথ্যা প্রমাণিত হয়, আমি তাদের বিরুদ্ধে মানহানি মামলা করব।

অফিসার ইনচার্জ মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।