কলারোয়ায় দুই কলেজ শিক্ষকের উপর হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন
সাতক্ষীরার কলারোয়ায় দুই কলেজ শিক্ষকের উপর হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ১০টায় সর্বস্তরের শিক্ষক সমাজের আয়োজনে উপজেলা পরিষদের সামনে যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কের ধারে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা শিক্ষকদের উপর অতর্কিতে নির্মম হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও সুষ্ঠু বিচারের দাবী জানিয়ে বলেন, ‘গত ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে কলারোয়ার ছলিমপুর হাজী নাছির উদ্দীন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুর রহমান ও সহকারী অধ্যাপক হারুন অর রশিদ বকুলের উপর একদল চিহ্নিত সন্ত্রাসী মোটর সাইকেলের গতিরোধ করে অতর্কিত হামলা চালিয়ে মারাত্মক আহত করে। এ ব্যাপারে কলারোয়া থানায় কলেজ এলাকার ছলিমপুর গ্রামের জুলফিকার আলী বাবু, মাহবুবর রহমান মিঠু, সাব্বির হোসেনসহ কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।’
‘অবিলম্বে দোষীদের আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির’ দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কাজীরহাট কলেজের অধ্যক্ষ এসএম সহিদুল ইসলাম, শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ রেজাউল ইসলাম, হামলার শিকার শিক্ষক হাজী নাছির উদ্দীন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুর রহমান ও সহকারী অধ্যাপক হারুন অর রশিদ বকুল, কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এ্যাডভোকেট শেখ কামাল রেজা, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক আবুল খায়ের, সহকারী অধ্যাপক কামরুজ্জামান পলাশসহ বিভিন্ন কলেজের শিক্ষকবৃন্দ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন