ময়মনসিংহের গৌরীপুরে পূজা মন্ডপ পরিদর্শন করেন ইউএনও

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন। গৌরীপুরে পৌরসভা ও ১০টি ইউনিয়নের ৬৩টি মন্ডপে এই পূজা উদযাপন করা হবে।

শুক্রবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পৌর শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার। এ সময় সাথে ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী সালাহ উদ্দিন সোহেল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, কালীখলা রক্ষা কালিমন্দির কমিটির সাধারণ সম্পাদক শংকর ঘোষ পিলু, দূর্গাবাড়ি মন্দিরের সভাপতি পলাশ কান্তি বিশ^াস প্রমুখ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন বলেন, নির্বিঘ্নে পূজা উদযাপনের লক্ষে স্থানীয় জনপ্রতিনিধি, নেতৃবৃন্দ, পুলিশ প্রশাসন, উপজেলা পূজা উদযাপন পরিষদ ও সামাজিক সম্প্রীতি কমিটির নেতৃবৃন্দের সাথে ধারাবাহিকভাবে সভা করা হয়েছে। উপজেলার সবগুলো পূজা মন্ডপ পরিদর্শন করা হচ্ছে ও প্রতিটি মন্ডপেই সিসি ক্যামেরা লাগানো হয়েছে।