কুড়িগ্রামে বিএনপির অনশন কর্মসূচি পালন

সরকার প্রতিহিংসার বশবর্তী হয়ে বেগম জিয়াকে মুক্তি ও বিদেশে যেতে দিচ্ছেনা

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে দ্রæত প্রেরণের দাবিতে কুড়িগ্রামে অনশন কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার দাদামোড়ে সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়।

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি সভাপতি তাসভীর উল ইসলাম এর সভাপতিত্বে অনশন কর্মসূচিতে শুরু হয়। এ সময় বক্তব্য রাখেন,সাবেক এমপি উমর ফারুক,সহ সভাপতি শফিকুল ইসলাম বেবু. সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও দফতর সম্পাদক আশরাফুল হক রুবেলের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সহিরুজ্জামান সাজু।

যুগ্ম সম্পাদক আলতাফ হোসেন,সহ সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন মোল্লা,আজহারুল ইসলাম মানু,সহ সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লেবু,উলিপুর উপজেলা বিএনপি সভাপতি হায়দার আলী মিয়া.কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপি সম্পাদক মাহবুব হোসেন, পৌর বিএনপি সম্পাদক মহিউদ্দিন জাহাঙ্গির বিপ্লব,নাগেশ্বরী উপজেলা বিএনপি সভাপতি গোলাম রসুল রাজা, জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মাহফুজার রহমান মারুফ, অর্থনৈতিক সম্পাদক এ্যাড আশরাফ আলী ,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সহ প্রচার সম্পাদক আকতারুজ্জামান রনি সহ জেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, জেলা ছাত্রদল, জেলা জাসাস নেতৃবৃন্দ।

এ সময় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুড়িগ্রাম জেলা বিএনপি সভাপতি তাসভীর উল ইসলাম বলেন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা সেবা পাবার নাগরিক অধিকার রয়েছে কিন্তু বর্তমান সরকার প্রতিহিংসার বশবর্তী হয়ে তাঁকে বিদেশে যেতে ও সুচিকিৎা নিতে দিচ্ছেনা।

সরকার ২০১৪ ও ২০১৮ সালের মতো ভোটার বিহীন নির্বাচন করতে চায়। বিএনপি সহ সকল দল ও মতের মানুষজন চায় তত্বাবধায়ক নিরপেক্ষ সরকারের মাধ্যমে আগামী নির্বাচন। ইনশাআল্লাহ দাবি আদায় করে জনগনের ভোটাধিকার প্রতিষ্ঠা করা হবে।

পরে অনশনকারীদের পানীয় পান করে অনশন ভাঙ্গান জেলা বিএনপির উপদেষ্টা সদস্য সাবেক এমপি উমর ফারুক।সদর উপজেলা বিএনপি সভাপতি আব্দুল আজিজ।