ঠাকুরগাঁওয়ে মিনিস্টার টিভি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ে আউলিয়াপুরে মিনিস্টার টিভি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
জমকালো আয়োজনের মধ্যে দিয়ে শনিবার (১৪ই অক্টোবর) বিকাল ৪টায় সদর উপজেলার ৬ নং আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে কচুবাড়ী তরুণ সংঘের উদ্যোগে ২দিন ব্যাপী মিনিস্টার টিভি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলার উদ্বোধন করেন, ৬ নং আউলিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, শচীন্দ্রনাথ রায়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি, রওশনুল হক তুষার।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, ৫ নং বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার আলি ভুট্টো চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক আলোচিত কণ্ঠ পত্রিকার সম্পাদক রবিউল ইসলাম,
ভূল্লী ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশ গ্রহণ করেন, তিন কন্যা ফুটবল একাডেমি বনাম কচুবাড়ী জাগরনী পাড়া ফুটবল ক্লাব।
টানটান উত্তেজনায় হাড্ডাহাড্ডি লড়াই শেষে কচুবাড়ী জাগরনী পাড়া ফুটবল ক্লাব ১-০ গোলের ব্যবধানে তিনকন্যা ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
পরে অতিথি বৃন্দ চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে ট্রফি ও প্রাইজ মানি প্রদান করেন। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জনপ্রিয় এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপভোগ করতে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন শত শত খেলাপ্রেমি দর্শকরা। এ সময় কানায় কানায় পরিপূর্ণ হয় খেলার মাঠ।
জনপ্রিয় ফুটবল খেলা আয়োজন করায় অতিথিবৃন্দ আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান এবং এ
ধরনের খেলায় সবধরনের সহযোগিতা থাকবে বলে আশ্বাস দেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন