সিরাজগঞ্জের বেলকুচিতে ভোটকেন্দ্র স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ভোট প্রদানে হয়রানি নিরসনে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের রওশনিয়া দাখিল মাদ্রাসা থেকে ভোট কেন্দ্র স্থানান্তর করে ধুলদিয়ার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে ধুলদিয়ার দক্ষিনপাড়া তালতলা সড়কে এ মানববন্ধনে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়। বিশিষ্ট সমাজসেবক বেলায়েত প্রামানিকের সভাপতিত্বে এসময় ধুকুরিয়াবেড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক মহসিন রেজা, বেলকুচি উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম মাষ্টার, সমাজ সেবক ওয়াজেদ আলী, আওয়ামী লীগ নেতা আব্দুল বারিক, আব্দুল আলীম ও সোবহান আলী বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, প্রতিটি ভোটের সময় কল্যাণপুর রওশনিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এছাড়া বৃহৎ ধুলদিয়া গ্রাম থেকে অনেক দুরে হওয়ায় ঐ এলাকার প্রভাবশালী মহল ভোটারদের নানা ভাবে হয়রানি করেন। তাই সুষ্ঠ ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ধুলদিয়ার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র স্থাপনের দাবি জানাই।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন