দিনাজপুর থেকে যোগ দেবেন ১৪ হাজার নেতাকর্মী বিএনপির সমাবেশে
রাজধানী ঢাকায় বিএনপির আগামী ২৮ অক্টোবরের সমাবেশকে কেন্দ্র করে দিনাজপুর থেকে দলটির কমপক্ষে ১৪/১৫ হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন। এরই মধ্যে অনেকে ঢাকায় চলে গেছেন, কেউ যাচ্ছেন কিংবা আগামীকাল কেউ যাবেন।
এ ব্যাপারে দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল জানান, দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় বিএনপির ২৩টি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিট থেকে কমপক্ষে ৫০০ জন করে নেতাকর্মী ঢাকায় যাবেন। এ ছাড়াও ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলাদলসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও ঢাকায় যাবেন। সবমিলিয়ে যার সংখ্যা কমপক্ষে ১৪/১৫ হাজার হবে।
তিনি আরও জানান, এখন পর্যন্ত যারা ঢাকায় গেছেন বা যাচ্ছেন তারা কোনো ধরনের সমস্যায় পড়েননি। কিংবা হোটেল-মোটেলে থাকাতেও কোনো বাধা-বিপত্তির সম্মুখীন হননি এখনো। তবে বেশিরভাগ নেতাকর্মী বৃহস্পতিবার অথবা শুক্রবার যাবেন।
জানা গেছে, বিএনপির ইউনিটের সভাপতি কিংবা সাধারণ সম্পাদক যে কেউ একজন ঢাকায় যাবেন। অপরজন এলাকাতেই থাকবেন। যাতে কোনো ধরনের নির্দেশ এলে এলাকা থেকে পদক্ষেপ গ্রহণ করতে পারেন। সেই হিসেবেই ইউনিট থেকে সিদ্ধান্ত অনুযায়ী একজন নেতা ঢাকায় যাবেন। আগামী ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করবে বিএনপি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন