কালীগঞ্জে ককটেল বিস্ফোরণ:আটক ৩
গাজীপুরের কালীগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি মামলা মামলাও দায়ের হয়।রোববার (২৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি মো. ফায়েজুর রহমান।
এর আগে শনিবার রাতে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের ভাদার্ত্তী এলাকার চায়না ফ্যাক্টরির সামনে এই ককটেল বিস্ফোরণ ও মোটরসাইকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর পরই পুলিশ তিনজনকে আটক করে। তদন্তের স্বার্থে পুলিশ প্রাথমিকভাবে কারও নাম পরিচয় জানাতে না পারেনি। তবে সকালে গণমাধ্যমে আটককৃতদের নাম-ঠিকানা জানিয়ে দেন তারা।
আটককৃতদের পরিচয়- নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের বাগলা গ্রামের আব্দুল হামিদের ছেলে মো. ইউসুফ (৩৯), মৃত লাল মিয়ার ছেলে রাসেল (৪০), হেলাল শেখের ছেলে বিপুল শেখ (৩২)।
ওসি বলেন, ‘রাত ১০টার দিকে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের মোড়ে দুষ্কৃতিকারীরা চারটি ককটেল নিক্ষেপ করে। এ সময় দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। পরে দুষ্কৃতিকারীরা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। পুলিশের জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ (হটলাইন নম্বর) ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল উপস্থিত হয় ও সেখান থেকে বিস্ফোরিত ককটেলের খোসা ও দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। এদিকে ফায়ার সার্ভিসকে খবরে দিলে তারা এসে মোটরসাইকেলের আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই মোটরসাইকেলটি বেশির ভাগ পুড়ে যায়।’
তিনি আরও বলেন, ‘ঘটনার পর পরই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজন তিনজনকে আটক করে পুলিশ। প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা না গেলেও থানায় এনে তাদের জিজ্ঞাসাবাদের পর তাদের নাম-ঠিকানা জানতে সক্ষম হয়েছি। এ ঘটনায় রাতেই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন