নওগাঁয় জামায়াত-বিএনপির ১১৪ নেতা কারাগারে
সারাদেশের ন্যায় দিনব্যাপী জামায়াত-বিএনপির হরতালকে কেন্দ্র করে নওগাঁ সদর সহ,মান্দা,নিয়ামতপুর,পোরশা,সাপাহার,বদলগাছী, মহাদেবপুর, পত্নীতলা, ধামরহাট, রানীনগর, ও আত্রাই সহ পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জামায়াত-বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১১৪ নেতাকর্মীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
আজ রবিবার জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের কে গ্রেফতারকরে গ্রেফতার কৃতরা হলেন,নওগাঁসদর,মান্দা,নিয়ামতপুর,পোরশা,সাপাহার,বদলগাছী, মহাদেবপুর, পত্নীতলা, ধামরহাট, রানীনগর, ও আত্রাই সারাদেশের ন্যায় নওগাঁতেও দিন ব্যাপি হরতালের সামনে আসায় পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-বিএনপির দিনব্যাপী হরতালকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির নেতাকর্মীদের বিশেষ অভিযান চালিয়ে তাদের কে গ্রেফতার করে।
পুলিশ সুত্রে জানা যায় গতকাল শনিবার রাত থেকে আজ দুপুর ৩টা পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি-জামায়াত ও এর সহযোগী সংগঠনের ১১৪জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন নওগাঁ সদরে ১১জন,নিয়ামতপুরে ১৩, মান্দায় ৯,মহাদেবপুরে ৮,বদলগাছি ১১,সাপাহারে ১৭,পোরশায় ১০, ধামইরহাটে ৮,পত্নীতলায় ৮,আত্রাইয়ে ১১ এবং রাণীনগর উপজেলায় ৮জন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন