সাতক্ষীরার কলারোয়া হোমিওপ্যাথিক কলেজে নবীন বরণ ও ইন্টার্নি চিকিৎসকদের বিদায়ী সংবর্ধনা

সাতক্ষীরার কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের নবীন বরণ ও সদ্য পাশকৃত ইন্টার্নি চিকিৎসকদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ অক্টোবর) বেলা ১২ টায় কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল অডিটরিয়ামে অনুষ্ঠিত নবীন বরণ ও ইন্টার্নি চিকিৎসকদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিচালনা পর্ষদের সভাপতি ও কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়।

কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা.আব্দুল বারিক’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- কলারোয়া উপজেলা সহকারি প্রোগ্রামার মোতাহার হোসেন, কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা আলহাজ্ব ইউনূস আলী, কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শিক্ষাবিদ প্রফেসর আলহাজ্ব আবু নসর, কাজিরহাট ডিগ্রি কলেজের প্রভাষক ও কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিচালনা পর্ষদের সদস্য ডাঃ মোঃ আশিকুর রহমান।

প্রয়াত ডাঃ আনিছুর রহমানের পুত্র চিকিৎসক ও সংবাদকর্মী ডা.শফিকুর রহমান, নওগাঁ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রভাষক ডাঃ মোঃ ইসাহাক ওবায়দী, ইউনিক হোমিও ল্যাবরেটরি’র ব্যবস্থাপক ডাঃ মাহাবুবুর রহমান, সহ কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রী, শিক্ষক,চিকিৎসক ও স্থানীয় চিকিৎসক বৃন্দ।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রভাষক ডাঃ হাবিবুর রহমান।

ছবির ক্যাপশন: বক্তব্য রাখছেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়।