উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা সংসদ’র ৫৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
সংস্কৃতির সংগ্রামে দ্রোহের দীপ্তি, মুক্তির লড়াইয়ে অজেয় শক্তি এই স্লোগানে সাতক্ষীরায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদের আয়োজনে ৫৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ অক্টোবর) বিকেল ৪ টায় সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদের সভাপতি সিদ্দিকুর রহমান সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, প্রফেসর আব্দুল হামিদ, অধ্যক্ষ আশিকী এলাহী, অধ্যাপক মোজাম্মেল হোসেন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টন, শিল্পী রোজ বাবু, প্রফেসর ইদ্রিস আলী, উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক সুরেশ পান্ডে প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন কবি শেখ আব্দুল ওয়াহেদ, কিশোরী মোহন সরকার মনিরুজ্জামান ছট্টু, শুভ্র আহমেদ, পবিত্র মোহন দাশ, গাজী মোমিন উদ্দীন, উদীচী”র যুগ্ম সাধারণ সম্পাদক তামান্না জাবরিন, সাকিবুর রহমান বাবলা, সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক মো ইব্রাহিম খলিল, ফারুক হোসেন সোহাগ, সাজিদুল ইসলাম, মোকাররাম বিল্লাহ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন