বগুড়ার শিবগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, ১১জন গ্রেফতার
বগুড়ার শিবগঞ্জে পুলিশের হরতালে বিশেষ অভিযান পরিচালনাকালীন সময়ে ১১জন বিএনপি ও জামায়াতের নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
(২৯ অক্টোবর) রোববার দিবাগত রাত ১টার দিকে উপজেলার আমতলী বন্দরের আয়েশা ইলেক্ট্রনিক্স এর পূর্বপার্শ্বে রাষ্ট্র বিরোধী নাশকতামূলক কর্মকান্ড করার লক্ষ্যে সমাবেত গোপন বৈঠকে অভিযান চালানো হয়। অভিযান পরিচালনার সময়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে কতিপয় নেতাকর্মী পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে ১১জনকে গ্রেফতার করে।
এঘটনায় রোববার সকালে পুলিশ বাদী হয়ে ২২জনের নাম উল্লেখ করে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে। মামলা নং- ৪৯।
থানার মামলা সূত্রে জানা যায়, রোববার রাতে কতিপয় বিএনপির ও জামায়াত শিবির দলীয় লোকজন রাষ্ট্র বিরোধী নাশকতামূলক কর্মকান্ড করার লক্ষ্যে সমাবেত গোপন বৈঠক থেকে ১১জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, মাহিনুর রহমান (৪১), স্বাধীন হোসেন (২২), জুলফিকার রহমান (৩৫) শাহজালাল (৫০), হারুন অর রশিদ (৪২), আব্দুল করিম (৬২), আ: বাকী (৫৫), মাহাবুর রহমান (৪৫), খোরশেদ আলম (৩২), আঃ রাজ্জাক (৪৫) ও ইকবাল হোসেন বাবু (৪২)।
শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুর রউফ বলেন, আটকৃত নেতাকর্মীদের বিএনপির ডাকা হরতালে নাশকতা করার গোপন বৈঠক থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন