পিরোজপুরের মঠবাড়িয়ায় বিরোধীয় জমিতে ঘর নির্মানের চেষ্টা! সংঘর্ষে আহত ৬
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার লক্ষণা গ্রামে বিরোধীয় জমিতে ঘর নির্মাণ করতে গিয়ে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছে। আহতদের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২৭ অক্টোবর) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মঠবাড়িয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মঠবাড়িয়া থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) বিষয়টি নিশ্চিত করেছেন।
আহতরা হলো-মনিরুজ্জামান সোহাগ, দিপা আক্তার, সাকু জমাদ্দার,নিপা আক্তার, মর্জিনা আক্তার এবং আয়শা বেগম।
জানা গেছে, লক্ষণা গ্রামের হাসমত আলী জমাদ্দারের পুত্র আনোয়ার হোসেন মঞ্জু জমাদ্দার ও আবুল হোসেন লাভলু জমাদ্দারের মধ্যে বিভিন্ন দাগ খতিয়ানের জমি নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে একাধিক মামলা চলমান রয়েছে। মঞ্জু জমাদ্দার বার্ধক্যজনিত কারনে অসুস্থ থাকায় তার মেয়ে নিপা আক্তার পৈতৃক সম্পত্তি দেখাশোনা করেন।
ঘটনার দিন ওই জমিতে ঘর নির্মাণ করতে গেলে নিপা আক্তারের আপন চাচা আবুল হোসেন লাভলু জমাদ্দার লোকজন নিয়ে হামলা চালায়। তবে লাভলু জমাদ্দারের দাবি, নিপা আক্তার লোকজন নিয়ে ভোর রাতে বিরোধীয় জমি দখল করতে আসলে বাধা দেওয়ার সময় কিছুটা মারামারি হয়।আমাদেরও দুইজন হাসপাতালে ভর্তি আছে।
এ ব্যাপারে মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (অপারেশন) আব্দুল হালিম তালুকদার জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন