বিরোধীদলগুলোর ডাকা ৭২ ঘণ্টা অবরোধের প্রথম দিন মিরপুরে বাস চলাচল স্বাভাবিক

সকাল থেকে মিরপুর ১০ নাম্বার গোলচত্বর, পূরবী, কালশী, মিরপুর ১১ নাম্বারের প্রধান সড়কে বাসসহ অন্যান্য যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।অফিসগামী ও বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে বের হওয়া মানুষদের মেট্রোরেলসহ গণপরিবহনে চড়তে দেখা গেছে।

যাত্রী নেওয়ার উদ্দেশ্যে বিভিন্ন গন্তব্যের বাসগুলোকে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অফিস টাইম হওয়ায় প্রত্যেকটা বাস যাত্রীপূর্ণ। এছাড়া ভাড়ায়চালিত মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশাও চলাচল করছে।

অন্যদিকে, অলিগলিতে ব্যক্তিগত গাড়ি ও ব্যাটারিচালিত অটোরিকশাও চলছে।সকালের পর থেকে মার্কেট, বিপণি বিতান ও ফুটপাতের দোকানপাট ধীরে ধীরে খুলছে।

কোনো রকম বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি এখনও। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিও কম। মিরপুর ১০ নাম্বার, সাড়ে ১১-তে গাড়ি ও মোটরসাইকেলযোগে পুলিশ সদস্যদের টহল দিতে দেখা গেছে। মিরপুর ১০ নাম্বার গোল চত্বরে পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা গেছে।