‘কনস্যুলার অ্যাক্সেস’ চেয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা গ্রেপ্তারকৃত মিয়া জাহিদুল ইসলাম আরেফীর বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ চেয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এ তথ্য জানিয়েছেন।
সোমবার (৩০ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় বিদেশি কূটনৈতিক মিশন, জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের নিয়ে বৈঠকের পর এ তথ্য জানান প্রতিমন্ত্রী।
‘কনস্যুলার এক্সেস’ হচ্ছে—বিদেশে কোনো নাগরিক গ্রেপ্তার হলে তাকে সহায়তা দেওয়ার জন্য দূতাবাস থেকে ওই ব্যক্তির সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ।
গত(২৯ অক্টোবর) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মিয়া জাহিদুল ইসলাম আরেফীকে গ্রেপ্তার করে পুলিশ। আজ সোমবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন