২ কেজি গুর আর ২ হালি কলা খাওয়ায় প্রাণ গেল কৃষকের

নওগাঁর বদলগাছীর কোলা ইউনিয়নে বাজিধরে ২ কেজি গুর ও ২ হালি কলা খেয়ে মো বায়োজিদ (৪৫) নামে এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃত বায়োজিদ উপজেলার পারআধাইপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।ঘটনাটি ঘটেছে উপজেলার কোলা ইউপির ভাণ্ডারপুর এলাকায়। সে বিভিন্ন সময় বিভিন্ন জনের সাথে বাজিধরে খাবার খাইতেন। বাজিধরে খাবার খাওয়া এটাই যে, শেষ খাবার! জানলে হয়তো বায়োজিদ বাজিধরে ২ কেজি গুর ২ হালি কলা কখনোই খাতেন না।

স্থানীয় এলাকাবাসি সুত্রে জানা যায়, ৩১ অক্টোবর মঙ্গলবার সন্ধায় একই উপজেলার ইসমাইলপুর গ্রামের বিঠু কসাইয়ের সাথে বায়োজিদ ২ কেজি গুর ২ হালি কলা বাজি ধরে খেয়ে ফেলে।পরে বাড়িতে গেলে অসুস্থ হলে তাকে আক্কেলপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে আজকে (বুধবার) সকালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে বলে স্থানীয়রা জানান।

বুধবার বায়োজিদের গ্রামের বাড়িতে তার মৃতদেহ এক পলক দেখতে হাজারও লোক ভিড় জমিয়েছে।
নিহত বায়জিদ এর গ্রামের বাড়িতে চলছে শোকের মাতন।

কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো শাহীনুর ইসলাম স্বপন বলেন, বিষয়টি আমি শুনেছি। সে বিভিন্ন সময় বাজি ধরে এসব করতেন।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ আতিয়ার রহমান বলেন,এ ধরনের কোন ঘটনা আমি শুনিনি।পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাই নি।