কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ‘নকশা ও জীবন’ প্রকল্পের উদ্বোধন
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী অসহায় ও দরিদ্র মানুষের আত্ন-কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘নকশা ও জীবন’ নামক প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৪ নভেম্বর ) দুপুরে কেয়ার এন্ড শাইন ফাউন্ডেশন এর সহায়তায় উপজেলার সদর ইউনিয়নের বাগভান্ডারে ফিতা কেটে প্রকল্পটির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন।
এই ‘নকশা ও জীবন’ প্রকল্পটির অর্থায়নে রয়েছে প্রবাসী বাংলাদেশীদের নিয়ে গঠিত অলাভজনক (nonprofit) সংগঠন কেয়ার এন্ড শাইন ফাউন্ডেশন।
প্রকল্পটির বাস্তবায়নকারী সংস্থা ডোনেট ফর ভূরুঙ্গামারী যুব ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান জানান, এই নকশা ও জীবন প্রকল্পটির মাধ্যমে ভূরুঙ্গামারী উপজেলার বিপুল সংখ্যক দরিদ্র মানুষের কর্মসংস্থান সৃষ্টি করাই আমাদের মূল লক্ষ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে ‘শ্রেষ্ঠ উদ্যোক্তা’ হিসেবে নকশা ও জীবন প্রকল্পের প্রকল্প পরিচালক চামেলী আক্তারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব নুরুন্নবী চৌধুরী খোকন, কুড়িগ্রাম জেলার যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জনাব আলী আর রেজা, ভূরুঙ্গামারী উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং DFBY Foundation-এর উপদেষ্টা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব রুহুল আমিন, উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা জনাব ময়দান আলী,
সম্মিলিত শিক্ষক পরিষদ ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ বাবুল আক্তার ও সাধারণ সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম মুকুল, রংপুর থেকে আগত ডোনেট ফর ভূরুঙ্গামারী যুব ফাউন্ডেশনের উপদেষ্টা রবিউল ইসলাম-সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন