নেত্রকোণার মদনে নানান আয়োজনে পালিত হচ্ছে হানাদার মুক্ত দিবস

নেত্রকোণা মদন ১৯৭১ সালের ৬ নভেম্বর হানাদারদের কবল থেকে মুক্ত হয় হাওর অঞ্চলের উপজেলা মদন।যথাযথ মর্যাদা ভাবগাম্ভীর্য ও উৎসাহ – উদ্দীপনায় ও বিভিন্ন আয়োজনের ভেতর দিয়ে হানাদার মুক্ত দিবসটি পালন করা হয়েছে।দিবসটি উপলক্ষে আজ সোমবার (৬ নভেম্বর) সকালে উপজেলার মুক্তি যোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গনে জাতীয় পতাকা উওোলণের মাধ্যমে দিবসটি সূচনা হয়।

উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন উপজেলা পরিষদের এসে শেষ হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা জ্ঞাপন করেন বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ।

উপজেলা প্রশাসন ও বাংলাদেশ মুক্তি যোদ্ধা সংসদ এর আয়োজনে নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়ার সভাপতিত্বে উপজেলা মুক্ত মঞ্চে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় সংসদ সদস্য নেত্রকোণা-৪ সাজ্জাদুল হাসান এমপি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃহাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ হেলাল উদ্দিন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুস,সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল হান্নান তালুকদার শামীম, মেয়র,মোঃ সাইফুল ইসলাম সাইফ, উপজেলা ভাইস চেয়ারম্যান মুফতি মাওলানা আনোয়ার হোসাইন, বীর মুক্তিযোদ্ধা, গাজী ফেরদৌস, বীর মুক্তিযোদ্ধা কাজী তরিকুল আলম,বীর মুক্তিযোদ্ধা ফারুক ইয়ার আহমেদ, বীর মুক্তিযোদ্ধা, আব্দুল রহিম, বীর মুক্তিযোদ্ধা মন্জুরুল হক।মদন খালিয়াজুড়ি সার্কেল মোঃ রবিউল ইসলাম , অফিসার ইনচার্জ মোহাম্মদ তাওহীদুর রহমান, কৃষি অফিসার মোঃ হাবিবুর রহমান,সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বাসার খান এখলাছ।

এছাড়া ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা কাজী শাজাহান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম খসরু, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শওকত জামিল, জাহাঙ্গীর পুর টি আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ( ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক আব্দুল রউফসহ সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গণমাধ্যম কর্মীগণ।

এর আগে দিবসের প্রারম্ভে সম্মুখ যুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুস ও শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর কবরে গোবিন্দশ্রী ইউপি চেয়ারম্যান মোঃ মাইদুল ইসলাম খান মামুন ও বীর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করেন । বিকালে বিভিন্ন মসজিদ,মন্দির, গীর্জা, প্রার্থনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

অবশেষে ৬ নভেম্বর মুক্তিযোদ্ধাদের সঙ্গে টানা ১৭২ ঘন্টা যুদ্ধ হয়, পাক বাহিনী সাথে ওরা টিকে থাকতে না পেরে ক্যাম্প থেকে রাতের আধারে পাক বাহিনী পলায়ন করে। ওই দিনই মদনের আকাশে ওড়ানো হয় স্বাধীন দেশের পতাকা।
এছাড়া সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা শিল্পী গোষ্ঠী।