পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল মধু তৈরির অপরাধে দুই সহোদর আটক
পাবনার ভাঙ্গুড়ায় চিনির সঙ্গে কেমিক্যাল মিশিয়ে ভেজাল মধু তৈরি করার অপরাধে মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে দুই সহোদর ভাইকে নিজ বাড়ি থেকে আটক করেছে থানা-পুলিশ। আটককৃত আব্দুর রাজ্জাক ইরান (৩৪) ও রমজান আলী (৩০) উপজেলার খানমরিচ ইউনিয়নের বড়পুকুরিয়া গ্রামের জামাল উদ্দিন সরদারের ছেলে। এসময় ৬৫ কেজি ভেজাল মধু, ৯৭ কেজি চিনি, ক্ষতিকারক কেমিক্যাল ও মধু তৈরির সরঞ্জামাদি জব্দ করা হয়।
জানা গেছে, চিনির সঙ্গে ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে দীর্ঘদিন ধরে ভেজাল মধু তৈরি করে আসছিলেন আব্দুর রাজ্জাক ও রমজান আলী। এসব ভেজাল মধু দেশের বিভিন্ন জেলায় তারা বাজারজাত করতো। মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আলহাজ্ব মো. রাশিদুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা রজু করে বুধবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন