রাষ্ট্রপতির সঙ্গে আজ সাক্ষাৎ করবে ইসি

জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার আগে রেওয়াজ অনুযায়ী এ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে দেখা করবেন নির্বাচন কমিশনাররা। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় বঙ্গভবনে ঐ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। কমিশন মনে করছে, নির্বাচনের তপসিল ঘোষণার জন্য পরিবেশ অনুকূল।

 

যদিও গত ৪ নভেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আয়োজিত বৈঠকে অধিকাংশ দল বলেছিল, নির্বাচনের অনুকূল পরিবেশ নিয়ে শঙ্কা আছে। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর আগামী সপ্তাহে তপসিল ঘোষণা করবে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।

ইসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, আগামী ১৩ থেকে ১৫ নভেম্বরের মধ্যে দেশবাসীর উদ্দেশে ভাষণ দিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এ তপসিল ঘোষণা করতে পারেন। ১৩ নভেম্বর বেলা ২টায়  খুলনা সার্কিট হাউজ ময়দানে আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন দলের সভাপতি ও  প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঐ জনসভায় তিনি ২৪টি প্রকল্পের উদ্বোধন করবেন। এ অবস্থায় নির্বাচনি আচরণবিধির বিষয়টি বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশন ১৪ নভেম্বর তপসিল ঘোষণা করতে পারে। আবার কারো ধারণা, সংসদ নির্বাচনের তপসিল ঘোষণা হয় সন্ধ্যার দিকে। সেক্ষেত্রে ১৩ নভেম্বরও তপসিল ঘোষণা হতে পারে। নির্বাচন কমিশনাররা আগেই জানিয়ে রেখেছেন, নভেম্বরের প্রথমার্ধে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণা করা হবে। এক্ষেত্রে ৬ জানুয়ারি থেকে ১১ জানুয়ারির মধ্যে ভোট করার পরিকল্পনা রয়েছে কমিশনের।

গতকাল বুধবার নির্বাচন কমিশনাররা সিইসির কার্যালয়ে অনানুষ্ঠানিক বৈঠক করেন। পরে একজন নির্বাচন কমিশনারের কার্যালয়ে তিন জন নির্বাচন কমিশনার আলোচনায় বসেন। এসব বৈঠকে আলোচনার বিষয় নিয়ে নির্বাচন কমিশনারদের কেউ কোনো কথা বলতে চাননি। গত কয়েক দিন ধরে নির্বাচন কমিশনের অনানুষ্ঠানিক বৈঠকে ইসি সচিবালয়ের কর্মকর্তাদের উপস্থিতিও সীমিত করা করা হয়েছে।